মুর্শিদাবাদ, পীরতলা কোচিং সেন্টার

    
Darul Uloom Deoband HD Wallpapers.  
    

দারুল উলুম দেওবন্দে ভর্তি হতে ইচ্ছুক পশ্চিমবঙ্গের দারসে নিজামির শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ


🌹প্রতি বছরের ন্যায় এ বছরও দারুল উলূম দেওবন্দে ভর্তির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ🌹*

*কেন এই উদ্যোগ?*

যে সকল শিক্ষার্থী উপযুক্ত যোগ্যতা বা মেধা থাকা সত্ত্বেও শুধুমাত্র নির্দেশনা, অভিজ্ঞতা, যথাযথ অনুশীলন, সৃজনশীল উপস্থাপনা ও স্বচ্ছ হস্তলিপির অভাবে দারুল উলুম দেওবন্দের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পায় না। সেই সকল অদম্য জেদী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জমিয়েত উলামায়ে হিন্দের পরিচালনায় দেওবন্দের সহ শিক্ষক, সেখান থেকে উত্তীর্ণ কিছু আলেম, পাঠরত শিক্ষার্থী ও স্থানীয় অভিজ্ঞ আলেমদের সহায়তায় এক বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প চলছে কয়েকবছর ধরে। আলহামদুলিল্লাহ, বিগত বছর এই ক্যাম্প থেকে এক তৃতীয়াংশ শিক্ষার্থী দারুল উলূম দেওবন্দের ভর্তি পরীক্ষায় সফল হয়েছে। বাকিরাও দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ), মাজাহিরুল উলুম সাহারানপুর, শাহী মোরাদাবাদ সহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পাঠরত। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আরও সফলতা পাবে এই বিশ্বাস রাখি।

*স্থান:*

*মাদ্রাসা রহমানিয়া মাদানিয়া জমিয়ত নগর, পীরতলা, লালগোলা, মুর্শিদাবাদ*

*নিয়মাবলী*

*1:* কেবল ছয়টি ক্লাস অর্থাৎ মাতলূব সোম, চাহারুম, পাঞ্জুম, শশুম, হাফ্তুম এবং দোওরায়ে হাদীসে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে। 
*2:* ইন্টারভিউয়ের মাধ্যমে প্রতি ক্লাসের জন্য 10 জন করে মোট 60 জন ছাত্র নির্বাচন করা হবে। 
*3:* প্রশিক্ষণ চলা কালীন কোন রকমের ছুটি মঞ্জুর করা হবে না।
*4:* প্রশিক্ষণ চলা কালীন প্রতি দশ‌দিন‌ পর পরিক্ষা নেওয়া হবে। প্রশিক্ষণ অব্যাহত রাখতে সাফল্য আবশ্যক।
*5:* *Android* মোবাইল ‌রাখা সম্পুর্ন ভাবে নিষিদ্ধ এবং নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
*6:* দারুল উলূম দেওবন্দে যে সকল কিতাবের ভর্তি পরীক্ষা নেওয়া হয়, সেগুলি পড়ে আসা আবশ্যক। মারকাজে সেই কিতাবগুলিরই ইন্টারভিউ হবে।
*7:* সকলকে নিজের বইপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। 
*8:* প্রশিক্ষণ ফিজ 2500 টাকা।
*9:* দেওবন্দ যাওয়ার ট্রেন ভাড়া মার্কাজ বহন করবে। 
*10:* প্রশিক্ষণ সম্পুর্ন হওয়ার পরেই শিক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে দেওবন্দ যাওয়ার টিকিট এবং সঙ্গে আরও 1000 টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হবে। 


*প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার আগেই চলে গেলে বা প্রশিক্ষণ কেন্দ্রের অন্যান্য নিয়ম ও শর্তাবলী ভঙ্গ করলে দেওবন্দ যাওয়ার টিকিট ও পুরস্কার থেকে বঞ্চিত থাকবে।*


*11:* অতঃপর মারকাজের তত্ত্বাবধানেই নির্দিষ্ট সময়ে দারুল উলূম রওনা হতে হবে।

*ইন্টারভিউ এর জন্য উপস্থিতি:*
সমস্ত ছাত্রদের 21 শা'বান 1446 ( 20/02/2025) কোচিং সেন্টারে পৌঁছে ভর্তির ফর্ম ফিলাপ করা বাধ্যতামূলক। ফর্মের সাথে ছাত্র এবং অভিভাবকের আঁধার জেরক্স ও ছাত্রের দুটি পাসপোর্ট সাইজ ফোট জমা করা জরুরি 

*ইন্টারভিউ:* 22 শা'বান 1446 (21/02/2025) 

*বিবিধ প্রস্তুতি ও বড়দের নসীহত:* 24 শা'বান,1446, (23/02/2025)
*পরিপূর্ণভাবে প্রশিক্ষণ আরম্ভ:* 25 শা'বান 1446, (24/02/2025)

*বিঃদ্রঃ* 
👉👉১. ইন্টারভিউ এর ফলাফল বের হওয়ার পর 24 শাবান, (23 ফেব্রুয়ারি) রবিবার পর্যন্ত প্রশিক্ষণ স্থলে উপস্থিত না হলে প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
২. পশ্চিমবঙ্গের যে সকল ছাত্ররা ইউপিতে পড়াশোনা করছে , তাদের ইন্টারভিউ দেওবন্দেই নেওয়া হবে। দেওবন্দে ইন্টারভিউর শেষ তারিখ:২৬ জানুয়ারি।  

দেওবন্দে পরিক্ষার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 8392069006 (মাঃ আফফান আহমাদ ক্বাসেমী‍ ) 

*সিলেবাস*
*برائے دورۂ حدیث شریف:* مشكاة المصابيح مکمل، ہدایہ ثالث از کتاب البیوع تا ختم کتاب الإقرار، ہدایہ رابع از کتاب الشفعہ تا ختم ما یحدثه الرجل فی الطریق من کتاب الدیات، شرح عقائد مکمل، سراجى تا باب ذوی الأرحام، نخبة الفكر مکمل۔ 

*برائے ہفتم:* جلالین مکمل، ہدایہ ثانی از ابتدا تا ختم کتاب الایمان، حسامی از کتاب السنۃ تا ختم کتاب، میبذی ( الفن الاول من القسم الثانی ما یعم الأجسام مکمل)، قصائد منتخبہ از دیوان متنبی۔ 

 *برائے ششم:* مختصر المعانی( الفن الاول مکمل)، ہدایہ اول مکمل، نور الانوار ( کتاب اللہ مکمل)، مقامات حریری (١٥ مقامے)، سلم العلوم از ابتداء تا شرطیات ۔ 

*برائے پنجم:* شرح الوقایہ اول مکمل، دوم تا کتاب العتاق، ترجمۂ قرآن از سورۂ یوسف تا سورۂ حجرات، اصول الشاشی مکمل، قطبی تا الفصل الثانی فی المختلطات ، دروس البلاغہ مکمل۔ 

*برائے چہارم:* ترجمۂ قرآن از سورۂ ق تا آخر، قدوری از کتاب البیوع تا کتاب الفرائض، شرح تہذیب از ابتداء تا الخاتمہ (ص ٦٣) ، کافیہ مکمل، نفحۃ العرب از ابتداء تا نبذۃ من ذکاوۃ العرب۔ 

*برائے سوم:* ھدایۃ النحو مکمل، علم الصیغہ تا افادات نافعہ، فصول اکبری (خاصیات ابواب)، نور الایضاح مکمل، قدوری تا کتاب الحج، مرقات تا فصل فی الاغالیط، القراءۃ الواضحۃ دوم مکمل، نفحۃ الادب مکمل۔ 

*যে সমস্ত কিতাবের ইন্টারভিউ নেওয়া হবে তার তালিকা*

*برائے دورہ حدیث:* مشکاۃ المصابیح، هدايہ ثالث، شرح العقائد۔

*برائے ہفتم:* جلالین، ہدایہ ثانی، حسامی۔ 

 *برائے ششم:* هداية اول، مختصر المعاني، سلم العلوم۔ 

*برائے پنجم:* شرح الوقایہ اول، قطبي، اصول الشاشي۔ 

*برائے چہارم:* ترجمة القران، کافیہ، شرح التہذیب۔ 

*برائے سوم:* هداية النحو، نور الایضاح، مرقات۔ 

*আমাদের আয়োজন সমূহ*

*1:* সিলেবাস অনুযায়ী পাঠ দান করা হয়। 
*2:* প্রশ্নের অনুশীলনের উপর বেশি জোর দেওয়া হয়।
*3:* হস্তলিপি সুন্দর করার প্রতি পূর্ণ মনোযোগ ও তত্ত্বাবধান করা হয়।
এছাড়াও যোগ্য শিক্ষকের মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

*সার্বিক সহযোগিতায়:*

মুফতি মোঃ নাজমুল হক সাহেব 
সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা জমিয়ত।

*বিস্তারিত জানতে যোগাযোগ করুন*

মুফতি নূর মুসাঈদ ক্বাসেমী: 9641537086, 8272000582
মাঃ আফফান আহমাদ ক্বাসেমী : 8392069006

*পথনির্দেশ*

শিয়ালদা বা কোলকাতা ষ্টেশন থেকে লালগোলাগামী লোকাল ও প্যাসেন্জার ট্রেনে ডাইরেক্ট পিরতলা ষ্টেশনে নামুন। নিকটেই মাদ্রাসা। হাঁটাপথ পশ্চিম দিকে মাত্র পাঁচ মিনিট।
এক্সপ্রেস ট্রেনে আসলে ভগবানগোলা নেমে পিরতলা আসার জন্য অটো বা টোটোতে চাপুন। আর বাসযোগে ধর্মতলা থেকে বহরমপুরগামি বাসে বহরমপুরে নামুন। সেখান থেকে লালগোলাগামী বাসে পিরতলায় আসুন।
____________________________________

• প্রচারে:- 
              2️⃣ طلبہ مغربی بنگال۔ دیوبند 2️⃣
        Second WhatsApp group.

Link 🔗 👇👇